মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল সংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠী’র আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উদীচী জেলা সংসদ সভাপতি কামরুজ্জামান রানু। আলোচানায় অংশ নেন সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন,প্রবীণ সাংস্কৃতিক কর্মী ইসরাইল সেন্টু, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল সহ অনান্যরা। সভা শেষে সমবেত সংগীত, একক সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে উদীচী শিল্পীবৃন্দ।