চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব ৫এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা।
আটককৃত যুবক হলো জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপপুর ইউনিয়নে শিয়ালমারা মধ্যপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে বুবু আলি( ২৩)।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে র্যাবের পাঠানো এক প্রেস বিঞ্জপ্তিতে বলা হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে২৭ মার্চ শনিবার সকাল ৫টার দিকে র্যাব ৫ এর চাঁপাইনাবগঞ্জ ক্যাম্প শাখার একটি আভিযানিক দল শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৬৭ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে বাবু আলিকে আটক করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত বাবুকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।