সারাদেশের মত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে শিবগঞ্জ উপজেলা চত্বরে অস্থায়ী শহীদ দেবীতে পুষ্পস্তবক অর্পন করে শিবগঞ্জ পৌর শাখা ছাত্রলীগ।
শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা সভাপতি মেহেদী হাসান হিমেল, সাধারণ সম্পাদক আলী রাজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।