বাবা হারা দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী মো সাফওয়ান খানের আর্থীক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান। ১০ মার্চ বুধবার তাকে নিজ অফিসে আমন্রণ জানিয়ে এ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান জানান, উপজেলার বজরাটেক গ্রামের এ মেধাবী শিক্ষার্থী সাফওয়ানের সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা ২ বছর পূর্বে মারা যান। মাকে নিয়ে সংসার ও পড়া- লেখা চালিয়ে যান এ শিক্ষার্থী। টানা পড়েনের সংসারে সাফওয়ান।
বর্তমান এইচএসসি পরিক্ষায় এ+ রেজাল্ট করে অনার্স এ ভর্তির জন্য অপেক্ষমান, এর পূর্বে সে এস এসসি, জেএসসি, ও পিইসি সব গুলো পরীক্ষায় এ+ নিয়ে উত্তীর্ণ হয়। মেধাবী ছেলেটির পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় তার মাকে নিয়ে পরিবার পরিচালনা করতে প্রায় হিমসিম খাচ্ছে।
বিষয়টি জানতে পেরে তাকে তাতক্ষণিকভাবে কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। পরবর্তীতে মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। তার মায়ের বিধবা ভাতার ব্যবস্থা করারও আশ্বাস প্রদান করা হয়।