চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ২নং শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য পদে (শূন্য পদে) উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছ। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন মো: জুলফিকার আলী (টিউবওয়েল), ইসমাইল হক (ফুটবল), মো: কামাল হোসেন (মুরগ), আব্দুল করিম (তালা)।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান জানান, এই শাহাবাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে শুন্যপদে সাধারণ আসনে ভোটগ্রহণ চলছ। ভোলামারি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪হাজার ৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২হাজার ৫৬জন। মহিলা ভোটার ১হাজার ৯শ ৫১ জন। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২৫ শতাংশ।
উল্লেখ্য, এই ওয়ার্ডের সদস্য মো.বারিউল ইসলাম ডাবলু মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়।