চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিল থেকে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুটিমারি বিলের একটি কালভার্টের নীচে ওই অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত অটোচালক হচ্ছেন, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের আয়নাল হকের ছেলে মজলুল হক ভোদু(৫৫)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুটিমারি বিলের একটি কালভার্টের নীচে একটি লাশ পড়ে থাকতে দেখে সকাল ৯টার দিক থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, খুন হওয়া ব্যক্তির পরনে প্যান্ট ও ফুল হাতা শার্ট ছিল। বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে কে বা কারা হত্যা করে ব্রীজের নীচে ফেলে গেছে। মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।