মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথম পহরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্হ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এরপর শিবগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রেসক্লাব ও সাংস্কৃতিক সংগঠন।
এ সময় তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদ মিনারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়েও পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণের সময় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল উপস্থিত ছিলেন। ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বী, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস মোসা. শিউলী বেগম, শিবগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুনাল মুখার্জী, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল, সাধারণ সম্পাদক আলী রাজসহ অন্যরা।