চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমি ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন ভারতীয় সরকারি হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি।
বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিরুদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিতি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী আঞ্চলিক শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন পিপিএম, শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলী বেগম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন, বিনোদপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, শিবগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের সহ সভাপতি কুনাল মুখার্জি, শিবগঞ্জ উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ দৌলা, শিবগঞ্জ উপজেলা শাখা প্রবীন হিতৈষীর সভাপতি আলহাজ্ব আকবর হোসেন, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।
এর আগে ফিতা কেটে ৪ তলা একাডেমি ভবনের উদ্বোধন করেন অথিতিরা। এছাড়া সভায় যোগদানের আগে ভারতীয় সরকারি হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি শিবগঞ্জ বাজারের কালি মন্দির ও শেষে বিনোদপুরের কালি মন্দির পরিদর্শন করেন।