চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আত্মরক্ষায় মার্শাল আর্ট প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে কানসাট রাজবাড়ি মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৪০ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়িকা মৌ, মধুমতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা, মোবারকপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইশাহাক আলী ও মনিরুল ইসলাম মানিকসহ অন্যরা। স্কুল/কলেজের ছাত্রীদের জন্য আত্মরক্ষামূলক প্রশিক্ষণের আয়োজন করেন কারাতে রোকেয়া খাতুন।