র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নেশা জাতীয় ইনজেকশনসহ একজনকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এশটি অভিযানিক দল। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের নিচুধুমি জনৈক পাঁচু মেম্বারের চাতালের পাশে অভিযান চালিয়ে নেশা জাতীয় ১৯৬ পিস এ্যাম্পল ইঞ্জেকশন সহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান গ্রামের মৃত গাফ্ফার এর ছেলে আঃ বারেক (২৫)। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড, ১টি মেমোরী কার্ড উদ্ধার করেছ। এঘটনায় শিবগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সন্ধ্যায় র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।