চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা মাদ্রাসা মাঠে বঙ্গকন্যা নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে এ টুর্নামেন্টের আয়োজন করে পারচৌকা যুব সংঘ। ফাইনালে আনক ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পারচৌকা ক্রিকেট একাদশ।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তা। এতে উদ্বোধক ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি মেশবাহুল আলম। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে মতি বাজার আমবাগান মাঠে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সবুজ ক্রিকেট একাদশকে হারিয়ে শাপলা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাকিব ডাক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোবারকপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।