চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকাটোলা বিনোদপুর গ্রামে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. ফরিদ হোসেন। এ ছাড়াও টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা শুরুর আগে দুদলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে অতিথিরা করমর্দন করে। ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
সন্ধান সমাজ উন্নয়ন সোসাইটির আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টটি শেষ হয়।