শিবগঞ্জে প্রায় ১হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা। আটককৃত যুবক হলো শিবগঞ্জ উপজেলা উজিরপুর ইউনিয়নের বাবুপুর বিশ্বাস পাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে বাবুল(৪৭) ।
শনিবার দুপুরে পাঠানো র্যাবের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পশাখার একটি আভিযানিক দল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উজিরপুর ইফনিয়নাধীন সোভান উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে ৯৯৫পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করে। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটককৃত বাবুলকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।