রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলামকে অভিনন্দন জানিয়েছে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।
শনিবার বিকেলে সংগঠনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। এরআগে শনিবার আরইউজের সভাপতি পদে অনুষ্ঠিত পুনঃনির্বাচনে দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম ৬ ভোটের ব্যবধানে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পরিবর্তনের পক্ষে আরইউজের সদস্যরা যে রায় প্রদান করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। আরইউজেকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালনায় পাশাপাশি সাংবাদিকদের দাবি দাওয়া আদায়ে সর্বদা সোচ্চার থাকার আশাবাদ ব্যক্ত করা হয়।