সারা দেশের ন্যায় ৪র্থ ধাপে প্রথমবারের মতো ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে পৌর নির্বাচনে শিবগঞ্জে ১৭ জানুয়ারী রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের কাজ শেষ হয়েছে। শিবগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটিার্ণিং অফিসার ও শিবঘঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল করিব জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে ৩৯জন ও মহিলা কাউন্সিলর পদে ১৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মেয়র প্রার্থীরা আওয়ামীলীগের সৈয়দ মনিরুল ইসলাম, বিএনপির মো. ওজিউল ইসলাম ওজুল ও জাতীয় পার্টির মো. আফজাল হোসেন।
তিনি আরো জানান, শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়র্ডে সাধারণ আসনে অর্থাৎ কাউন্সিলর পদে ৩৯জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছন। আগামী ১৯জানুয়ারী প্রার্থীতা যাচাই-বাছ্ইা হবে। তিনি আরো বলেন, আগামী ১৪ ফেব্রয়ারী শিবগঞ্জ পৌরসভায় প্রথমবারের মত ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিবগঞ্জ পৌর সভায় ৯টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে ভোট গ্রহন হবে এবং নির্বাচনে মোট ৩২ হাজার ৯শ ৭৯জন ভোটর ভোটাধিকার প্রযোগ করিবেন। তার মধ্যে পুরুষ ভোটার হলেন ১৬ হাাজার ৫শ ৪৭জন এবং মহিলা ভোটার ১৬ হাজার ৪শ ৩২জন।