চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহান বিজয়ের দিবস উপলক্ষে কুরআন তেলাওয়াত, কুইজ, আবৃত্তি প্রতিযোগিতরে পুরস্কার বিতরণী সভা হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলার শাহবাজপুর তেরশিয়া গ্রামে “এসো নতুন কিছু করি” শিক্ষা ও সেবা মুলক সংঘের আয়োজনে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শান্তিমোড় শাখা ও বন্ধুপন্য.কমের সহযোগিতায় পুরস্কার বিতরণী সভায় কয়ালার দিয়াড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সাবেক ডেপুটি কমেন্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান।
সংগঠনের পরিচালক শামসুজ্জোহা হাসিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামবাড়ীয়া ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী ত্বয়েফুর রহমান ও রেজাউল করিম সোহরুল।
উল্লেখ্য, শাহবাজপুর ইউনিয়নের তেরশিয়া গ্রামের সচেতন শিক্ষিত যুবকদের সম্মিলিত প্রচেষ্টায় স্থাপিত হয় শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন “এসো নতুন কিছু করি”। মাদক বিরোধী প্রচারনা ও প্রতিবাদ,রক্তদান কর্মসুচি,এলাকা অসহায় দুঃস্থদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবামুলক কার্যক্রম চালিয়ে আসছে এবং সমাজের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কাজ করছে।।