চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ এর মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে পলাশ (২২) নামে ১ জন যুবককে আটক করা হয়েছে।
আটককৃত পলাশ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডের নিমতলা ১নং কলোনি পাড়ার মো. লালচাঁন ও মোছা. পপি বেগমের ছেলে।
জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩ জানুয়ারি সোমবার রাত পৌণে ১২ টার দিকে কলোনি পাড়ায় নাহিদের দোকানের সামনের গলির ভিতর অভিযান পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে পলাশকে হাতেনাতে আটক করে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।
অভিযানে ০.৫ গ্রাম হেরোইন, ১টি লাইটার, ১ প্যাকেট সিগারেট জব্দ করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।