র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। শনিবার দুপুর ২টার দিকে শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর এ.কিউ.চৌধুরী নারী কল্যাণ শিক্ষালয়ের পার্শ্বের আমবাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, বিনোদপুর ইউনিয়নের লচমানপুর গ্রামের মোঃ ইসমাইল জমিদারের ছেলে মোঃ মামুনুর রশিদ @সবুজ (৩০) ও একই ইউনিয়নের বড় টাপ্পু গ্রামের মোঃ মনছুর রহমানের ছেলে মোঃ ইসমাইল হোসেন (২৩)।
অভিযানকালে ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল সেট, ৩টি সীমকার্ড ও মেমোরী কার্ড উদ্ধার করা হয়।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কানসাট নিউজকে বিষয়টি নিশ্চিত করে। এঘটনায় শিবগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা রজু করা হয়েছে।