বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও গোমস্তাপুর থানায় মিথ্যা মামলা দায়েরের অফিযোগে সংবাদ সম্মেলন করেছে গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুক্তাদির বিশ্বাস।
বুধবার সন্ধ্যায় রহনপুর পৌর এলাকার কলেজ মোড়স্থ মরহুম রুহুল আমিন বিশ্বাস স্মৃতি পরিষদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে মুক্তাদির বিশ্বাস জানান,আওয়ামী লীগ নেতা রফিক বিশ্বাস ও শ্রমিকলীগ নেতা মঈনউদ্দীনের সাথে একটি জমি নিয়ে দ্বন্দ্বের কারণে সম্প্রতি ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় তিনি কোনোভাবেই সম্পৃক্ত নয়। বরং দুই নেতাকেই নিবৃত্ত করার চেষ্টা করেছি অথচ তাকেই মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
এছাড়া কয়েকটি গণমাধ্যমে তাকে ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রহনপুর কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, আলিনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদুর করিম শুভ, বাঙ্গাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাওসার আলীসহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।