র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ১২ মাদক সেবী ও জুয়াড়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বুধবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর গ্রামে অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দরগাপাড়ার মৃত শাহজাহান আলীর ছেলে আলী হাসান ওরেফে রানা (৪২), জোড়বাগানের মৃত আবু সাঈদ এর ছেলে মোঃ শাহীন আলী (৪০) শিবতলা নতুনপাড়ার মোঃ কুরবান আলীর ছেলে মোঃ রুবেল (৩০), ঘনকা বিদীরপুরের মোঃ কাউসার আলীর ছেলে মোঃ মাইনুল ইসলাম (৩০), হুজরাপুর রেলবাগান এলাকার মোঃ বিশারদ আলীর ছেলে মোঃ মাসুদ রানা (২৮), আলীনগর ভূতপুকুর এলাকার হাচেন আলীর ছেলে মোঃ নাহিদ আলী (১৮), একই এলাকার মৃত মাংলু হোসেনের ছেলে মাঃ সাদ্দাম হোসেন (২০), মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ আনিসুর রহমান (১৮), আলীনগর রেলগেট এলাকার মোঃ মিজারুল ইসলামের ছেলে মোঃ দিলজান (১৯) একই এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ ইসহাক আলী (১৯), বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া লক্ষীপুরের মৃত ইমরান মন্ডলের ছেলে মোঃ রুহুল আমিন (৩৫), শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গার ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩৫)।
এসময় তাদের কাছ থেকে ১টি ছোট সাদা প্লাষ্টিকের কাগজে মোড়ানো ৫গ্রাম গাঁজা, ১টি গ্যাস লাইট ১টি পুরাতন প্লেয়িং কার্ড ও নগদ ৪৬০ টাকা উদ্ধার করা হয়। র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কানসাট নিউজ কে বিষয়টি নিশ্চিত করে।