চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্প সমাবেশ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাকিব আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জ মোঃ জাকিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর মোঃ আনিসুর রহমান খান,শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলি বেগম, সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শ্রী কাঞ্চন কুমার দাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আরিফুল ইসলাম প্রমূখ।
সমাবেশে অতিথিরা বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে, শুধু মাদকে না সাথে সাথে নারী ও শিশুদের বাল্যবিবাহ নিরোধ থেকে সকলকে একসাথে কাজ করার আহব্বান জানান।