চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চোরাই মোটরসাইকেল সহ ২জনকে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শিবগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের পিঠালী তোলা গ্রামের মৃত খোশ মোহাম্মদের ছেলে সোহবুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, পৌর এলাকার পিঠালী তোলা গ্রামের মৃত খোশ মোহাম্মদের ছেলে সোহবুল ইসলাম(৫৫) ও জালমাছমারী গ্রামের আতউর রহমানের ছেলে জানিউল ইসলাম জনি(২৬)।
র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কানসাট নিউজকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শিবগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের পিঠালী তোলা গ্রামের মৃত খোশ মোহাম্মদের ছেলে সোহবুল ইসলাম(৫৫) এর বাড়ি থেকে চোরাইকৃত একটি মোটর সাইকেলসহ সোহবুল ইসলাম ও জালমাছমারী গ্রামের আতউর রহমানের ছেলে জানিউল ইসলাম জনি(২৬) কে হানেনাতে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জে একটি মামলা হয়েছে এবং আটককৃত দুইজনকে মামলার মাধ্যমে গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।