র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুরে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি বিশ্বাসতলা গ্রামের মোঃ সেন্টু আলীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৯)। এসময় তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল, একটি মোটর সাইকেল, ১টি মোবাইল সেট ও ১টি ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।
র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কানসাট নিউজ কে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল আজ সোমবার আনুমানিক সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহী হাইওয়ে রোডের পৌরসভার ৪নং ওয়ার্ড দ্বারিয়াপুর কেন্দ্রীয় ট্রাক স্ট্যান্ডের দক্ষিন পশ্চিম কোনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল, ১টি মোটর সাইকেল, ১টি মোবাইল সেট ও ২টি সিম কার্ডসহ হাতেনাতে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অভিনব কায়দার লাল কালো রংয়ের HERO GLAMOUR মোটর সাইকেলের সীটের নিচে, তেলের টাংঙ্কির ভিতরে রক্ষিত ছিলো ফেন্সিডিলগুলো। মোটর সাইকেলটি তল্লাশী করে ওনসব ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ সাদ্দাম হোসেন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।