র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারস্থ আওয়ামীলীগ অফিসের সামনে অভিযান চালিয়ে ৭’শ ৮০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে মো. নাদিম হোসেন (২২)।
র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৩টার দিকে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন ৪ নম্বন ওয়ার্ড দ্বারিয়াপুর বাজারস্থ আওয়ামীলীগ অফিসের সামনে অভিযান চালিয়ে ৭’শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ নাদিম হোসেন (২২) কে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল সেট ও ২টি সীমকার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নাদিম হোসেন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।