“মাদক ছেড়ে খেলা ধরি,সোনার বাংলা দেশ গড়ি” মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দাঁড়াবাজ ব্রীজ সংলগ্ন নলকাটি বিলে দাঁড়াবাজ যুব সংঘের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজার সভাপতিত্বে আজ শুক্রবার বিকেল ৩টায় নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিশেষ অতিথি হিসাবে জামাল উদ্দিন মন্ডল গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। খেলায় ১৮টি দলের উপস্থিতিতে ৯টি দল জয়লাভ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে রেফ্রিজারেটর, ২৪/১৭ ইঞ্চি এলইডি টিভি ও খেলায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে একটি করে মোবাইল ফোন পুরস্কৃত করা হয়।