চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল কালিগঞ্জ সরদার টোল গ্রামে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তুল, ১টি ম্যগজিন ও ৩রাউন্ড গুলি সহ ওই যুবককে আটক করা হয়।
আটককৃত যুবক শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ সরদার টোলা গ্রামের বাইদুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ(১৯)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে ১টি বিদেশী পিস্তুল, ১টি ম্যগজিন ও ৩রাউন্ড গুলি সহ শাকিল আহম্মেদকে হাতেনাতে আটক করার বিষয়টি নিশ্চিত করে।
এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত শাকিলকে পুলিশের সহায়তায় আইনের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।