চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে গোসল করতে গিয়ে ২শিশুর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর ঘাটে এঘটনা ঘটে।
নিহত শিশুদ্বয় শ্যামপুর ইউনিয়নের খোঁজপাড়া গ্রামের আব্দুল মতিন কবিরাজের ছেলে নয়ন (৯) ও মো. মেশের আলীর ছেলে মো. জিহাদ আলী(১১)।
স্থানীয়রা ও শ্যাপমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম জানান, , শিশু ২টি সম্পর্কে নয়ন ও জিহাদ মামাতো-ফুফাতো ভাই। তাদের বাড়ী এক গ্রামে হওয়ায় এক সাথে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হয়। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে নদীতে নেমে প্রায় ২ঘণ্টা তল্লাশী চালিয়ে শিশুদ্বয়ের মরদেহ দু’টি উদ্ধার করে।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, সত্যতা স্বীকার করেন।