শিবগঞ্জে হানাদারমুক্ত দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুক্ত দিবস পালিত হয়েছে। উল্লেখ্য, ১৯৭১ সালের ১১ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলা হানাদারমুক্ত হয়। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন শেখ মুজিব ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন  সদস্য স্থানীয় সংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজা, যুবলীগ নেতা আবদুল কালাম আজাদ, মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা খাতুন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।