শিবগঞ্জ গার্লস স্কুলে বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষাপিঠ শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় চত্বরে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. সিরাজ উদ্দৌলার সভাপিতত্বে প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদিন ও একাডেমিক সুপারভাইজার মো. মুরশিদুল আলম। বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ হাজার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। বই বিতরণকালে শিক্ষার্থীরা নতুন বছরের নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত হয়।