শিবগঞ্জ উপজেলা দুণীর্তি প্রতিরোধ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। রাজশাহী দুর্নীতি দমন অফিস থেকে অনুমোদনের পর বুধবার (১১ অক্টোবর) সকালে নবগঠিত কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় অংশ গ্রহন করে। এ সময় কমিটির সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক রবিউল আলম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত কমিটির সদস্যদের তার ও তার অধিনস্ত্য সকল কর্মকর্তা কর্মচারী সহ উপজেলার বিভিন্ন এলাকায় দুনীর্তি হলে বা হয়ে থাকলে নির্ভয়ে তদন্তের আহবান জানান। সেসাথে এ কমিটিকে সব ধরনের সহযোগীতার আশ^াস দেন তিনি। এর আগে উপজেলা নির্বাহী অফিসার কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে বরন করে নেন।