শিবগঞ্জ আসনে নৌকা প্রতিকের বিজয়

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকা প্রতিকের জয় হয়েছে। ৭ হাজার ৮১২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। তিনি নৌকা প্রতিকে ৭৯ হাজার ৮১২ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ট্রাক প্রতিকে ভোট পেয়েছেন ৭২ হাজার ৭০৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী কেটলি প্রতিকে ভোপ পেয়েছেন ২২ হাজার ১২৪ ভোট।
এছাড়া এনপিপির প্রার্থী মো. আব্দুল হালিম আম প্রতিকে ভোট পেয়েছেন ৫৩০ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেন লাঙ্গল প্রতিকে ভোট পেয়েছেন ৭৬৬ ভোট, বিএনএফ’র প্রার্থী টেলিভিশন প্রতিকে ভোট পেয়েছেন ২ হাজার ৯৩৯ ভোট, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট’র প্রার্থী নবাব মো. শামসুল হোদা মোমবাতি প্রতিকে ভোট পেয়েছেন ৭৫৪ ভোট।
চাঁপাইনবাবগঞ্জের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ান উপজেলা ফলাফল কেন্দ্রে থেকে রবিবার গভীর রাতে এ ফলাফল ঘোষণা করেন।