নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে ৮ মাসের জন্ম থেকে ঠোঁট ও তালুকাটা অসহায় শিশুর পাশে দাঁড়িয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা। রোববার দুপুরে সমাজসেবা কার্যালয়ে অসহায় শিশুটির জন্য দুই কোটা, একটি ফিডার এবং শিশুটি ঠোঁট ও তালু কাটা চিকিৎসার জন্য যাবতীয় চিকিৎসা সেবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
অসহায় শিশু উপজেলা দুর্লভপুর ইউনিয়নের পুরান ১২ রশিয়া গ্রামের শাকিল আহমেদ ও সোনা খাতুনের ৮মাসের ছেলে সুভসাদ।
শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, অসহায় শিশুটির মা সোনা খাতুন ৬ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান হয। প্রথম সন্তানটি ৩ বছরে মেয়ে ও দ্বিতীয় সন্তান ৮ মাসের সুভসাদ। কিন্তু স্বামী মাদকাসক্ত হওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে তার স্বামী জেলখানায় রয়েছে। এছাড়া শিশুটির মা সোনা খাতুন মানসিক রোগে আক্রান্ত।
এমতাবস্থায় শিশুটির খাবারের জন্য শিশুর মা ও শিশুর নানী ভিক্ষাবৃত্তি করে শিশুটিকে প্যাকেট জাতীয় দুধ ক্রয় করে পান করাচ্ছেন। দারিদ্রতার কারণে শিশুটির ঠোট ও তালুকাটা চিকিৎসা করাতে পারছেন না। বিষয়টি শিশু সুরক্ষা সমাজকর্মী মোঃ সেনারুল ইসলাম জানতে পারায়, সমাজসেবা অধিদফতর পরিচালিত সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় আনা হয়।
তাৎক্ষণিক শিশুটিকে খাবারের জন্য দুই কোটা দুধ ও একটি ফিডার প্রদান করা হয এবং শিশুর ঠোট ও তালুকাটা অপারেশন কাজে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বস্ত করা হয়।