শিবগঞ্জে হরতালের প্রভাব না পড়লেও বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক:
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ঢাকায় ডাকা সমাবেশ ভন্ডুলের প্রতিবাদে বিএনপির সারাদেশে ডাকা হরতাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কোন প্রভাব পড়েনি। তবে, শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৮জন নেতাকর্মীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এর মধ্যে বিএনপির ৫জন ও জামায়াতের ৩জনকে করা হয়।
আটককৃতদের মধ্যে কানসাট ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সভাপতি মো. ময়েজ উদ্দিনসহ ৫জন ও জামায়াতের ৩ নেতাকর্মী।
রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতালে শিবগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করা গেলেও হরতাল সমর্থকদের মাঠে দেখা যায়নি। কোন প্রকার পিকেটিংয়ের জন্য কোন পিকেটারদেরও মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি।
এদিকে, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে হরতাল বিরোধী একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে।
নাম প্রকাশের অনিচ্ছুক শিবগঞ্জ উপজেলা জামায়াতের এক দায়িত্বশীল নেতা জানান, নাইমুল ইসলাম, হেলাল উদ্দিন ও খোকা মেম্বার নামে আমাদের ৩জন সমর্থককে আটক করা হয়েছে। কি কারণে তাদের আটক করা হয়েছে তা পুলিশ এখনো নিশ্চিত করেনি।
এদিকে, শিবগঞ্জ উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ জানান, বিএনপির ডাকা হরতাল শিবগঞ্জে তেমন কোন প্রভাব পড়েনি। তবে, আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সাধারণ জনগনের নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। শনিবার রাতে শিবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কানসাট ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সভাপতি মো. ময়েজ উদ্দিনসহ ৫জন ও জামায়াতের ৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।