নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৭’শ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইয়ের ভাষায় লিখি। মঙ্গলবার সকাল থেকে শুরু করে রক্তের গ্রুপ নির্ণয় চলে বিকেল চারটা পর্যন্ত।
ডেল্টা মেডিকেল সেন্টারের সহযোগিতায় উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধাইনগর আইডিয়াল কেজি স্কুল, চৈতন্যপুর আইডিয়াল কেজি স্কুল ও ইনোসেন্ট প্রি-ক্যাডেট স্কুলের সকল শিশু শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ডেল্টা মেডিকেল সেন্টারের পরিচালক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, চাঁভালি রক্ত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো: আবুল কালাম আজাদ, চাঁভালির সাধারণ সম্পাদক ইয়াসমিন রিমা, সাধারণ সম্পাদক, সদস্য মো: ফারুক আলী, মো: আশিক আলী, মো:তুষার ইমরান, মো: আমানুল্লাহ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ।