নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ:
‘‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’’ এই প্রতিপাদ্যে- শিবগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতাবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া। এতে আরও বক্তব্য রাখেন, প্রজেক্ট কর্মকর্তা শহিদুল ইসলাম মুকুল, প্রজেক্ট কর্মকর্তা ফারজানা শারমিন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আমিনুর রহমানসহ অন্যরা। সভায় বক্তারা বলেন- জেন্ডারভিত্তিক সহিংসতা আমাদের কিশোরীদের উপর শারীরিক ও মানসিকভাবে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। যার ফলে কোনো কোনো ক্ষেত্রে তাদের ভবিষ্যত অনিশ্চয়তার দিকে ধাবিত হয়। জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে সরকারের পাশাপাশি সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এছাড়া গ্রাম আদালতে দেওয়ানী ও ফৌজদারীর মামলার বিচার করার ক্ষমতা দেয়া হয়। এর আগে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।