শিবগঞ্জে ভোট বর্জনের আহবান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ-বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ:
অসহযোগ আন্দোলন বাস্তবায়ন ও ৭ জানুয়ারির ভোট বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বুধবার সকালে শিবগঞ্জ মনাকষা মোড়ে বিভিন্ন পেশাজীবী ও পথচারীর মাঝে ভোট বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া শিবগঞ্জ বাজার, পৌর মার্কেট, কুমারপাড়া ও স্বর্ণকার পট্টিসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন তারা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মিঞার নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, শিবগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলাম ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আহমেদ বাবুসহ অন্যরা।
এছাড়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণের সময় ভোটারদেরকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার আহবান জানান বিএনপির নেতাকর্মীরা। এর আগে পৌর এলাকার বাগানটুলি মহল্লা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।