শিবগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আহসান হাবিব রনি, শিবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবু তালেপ (৭৩) বছর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টা ১০মিনিটে দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মাজাটোলা গ্রারামের ছাদের উপরে লোকড়ীর ঘরে বাসের কোড়া থেকে একটি মরদেহটি উদ্ধার করা হয়। মৃত বৃদ্ধ মোবারকপুর ইউনিয়নের মাঝাটোলা গ্রামের মৃত আলী উদ্দিন ছেলে।
পুলিশ জানায়, সকাল ৯ টার ১০ মিনিটে দিকে পরিবারের অজান্তে বাড়ির ছাদে যাই কিছুক্ষণ পরে আওয়াজ শুনতে তখন দরাদরি করে ছাদে গেলে দেখতে পাওয়া যায় গলায় ফাঁস দেওয়া এ সময় তার বড় ছেলে এবং গ্রামের আরও ২-৩ জন মিলে জীবিত ভেবে গলার রশিটি খোলা হয় পরে তারি বড় ছেলে গ্রাম্য ডাক্তার মোঃ খালেক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হরেন্দ্র নাথ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।