নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাসভবনে বার্ধক্য জনিতকারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বুধবার বিকেল ৩টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের নামাজে জানাযা শেষে শেখটোলা কেন্দ্রীয় গোরস্থান তার মরদেহ দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা।