শিবগঞ্জে বাদাম বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ

 নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাদাম বোঝাই একটি ট্রাকে পেট্রোল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কয়লাবাড়ি-মুসলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে চিনাবাদাম বোঝাই একটি ট্রাক সোনামসজিদ স্থলবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় কয়লাবাড়ি-মুসলিমপুর এলাকায় পৌঁছালে ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। চালক ও সহকারীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির ইঞ্জিনের ক্ষতি হয়েছে। তবে ট্রাকের বডির কোন ক্ষতি হয়নি। সামান্য আহত হয়েছেন চালক মেহেদী।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, পণ্য বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা  করেছে। এতে কয়েকটি বস্তার ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে।