শিবগঞ্জে বধির সমাজকল্যাণ সংস্থায় এলইডি প্রদান

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ:
শিবগঞ্জে বধির সমাজকল্যাণ সংস্থায় এলইডি টেলিভিশন প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংস্থার সভাপতি-সম্পাদকের হাতে এই এলইডি টেলিভিশন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় তিনি বলেন, তাদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে এটি উপহার হিসেবে দেয়া হলো। সংগঠনের ক্ষুদ্র চাহিদা পূরণ করতে পেরে আমি অভিভূত। এছাড়াও বেশ কয়েকদিনের মধ্যে একটি আলমারী ও চেয়ার প্রদান করা হবে। আগামীতে তাদের পাশে থাকবে প্রশাসন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, বধির সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কার্তিক কুমারসহ অন্যরা।