শিবগঞ্জে প্রবীন হিতৈশীর উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ:
প্রবীণ হিতৈশী সংঘ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ও অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেড় শতাধিক দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল করা হয়েছে। রোববার দুপুরে শিবগঞ্জ পৌর মার্কেটে প্রবীন হিতৈশীর নিজস্ব কার্যালয়ে প্রবীন হিতৈশীর শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ আকবর হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ- (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রবীণ হিতৈষী সংঘের উপজেলা শাখার সহ-সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকবর আলী ও কোষাধ্যক্ষ একরামুল রেজাসহ সংঘের প্রবীণ সদস্যরা।