নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ-১ ( শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুলের বিরোধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘলের অভিযোগ উঠেছে।
জানা গেছে, শুক্রবার সকালে তাঁর নিজস্ব বাস ভবনে উপজেলা শাখা আওয়ামীলীগের উদ্যোগে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
তবে মতবিনিময় সভায় উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বেশীর ভাগ নেতা কর্মী উপস্থিত ছিলেন না।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান আমার জানা মতে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন ধরনের নির্বাচনী মতবিনিময় সভার আশোজন করস হয়নি। কারন ২৮ডিসেম্বরের আগে কোন নির্বাচনী কোন সভা সমাবেশ করা যাবে না।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ জানান, ২৮তিসেম্বরের আগে সব ধরনের প্রচারনা নির্বাচনী আচরণ লঙ্ঘমের সামিল। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সহকারি রিটার্নিং অফিসার ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান জানান, ঘটনাটি আমার জানা ছিল না। এখন জানলাম। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।