শিবগঞ্জে নৌকার দুই সমর্থকের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকার মার্কার দুই সমর্থকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ নিয়ে সোমবার রাতে শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা মহল্লার মৃত সাদেকুল আলমের ছেলে আবদুল হক বাদি হয়ে দুজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মহল্লার মৃত সাত্তারের ছেলে মশিউর রহমান স্যান্ডি ও মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত জেন্টু আলীর ছেলে তরিকুল ইসলামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে কটুক্তি ও উস্কানিমূলক স্ট্যাটাস দিয়েছেন। তারা দুজনই নৌকা মার্কার সমর্থক। ফেসবুক আইডি লিখেছেন, ‘‘মানুষ হত্যার এক আতঙ্কের নাম ট্রাক, তাই সবাই ট্রাক থেকে সাবধান থাকবেন। ফলে সাধারণ ভোটার এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের সমর্থক-কর্মীদেও মধ্যে ভয়ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।