নিজস্ব প্রতিবেদক:
তফসিল ঘোষণারপরও এখনো অপসারণ করা হয়নি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার মনোনীত প্রার্র্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর বাজারে রঙিন ফেস্টুনে নৌকাা প্রতীক সম্বলিত নৌকা মার্কায় ভোট চাইতে দেখা গেছে বর্তমান এই সংসদ সদস্যকে।
এছাড়া শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজার ও কানসাট ইউনিয়নের ট্রাক টার্নিমাল এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব নির্বাচনী প্রচার সামগ্রী দেখা যায়। তবে, প্রচার সামগ্রী অপসারণে প্রার্থীদের চিঠি দেয়া হয়েছে, যারা নির্বাচনী নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আর আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের আগাম নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে মাইকিং ও চিঠি দিয়ে জানানে হয়েছে।
এদিকে, চিঠি দেয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো অপসারণ করেননি আওয়ামীলীগের মনোনিত প্রার্র্থীর নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন ও পোস্টার। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি অনুযায়ী ৩ সপ্তাহের আগে কোন প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবেনা। কোনো প্রার্থীর পক্ষে কেউ এ অনিয়ম করলে ৬ মাসের কারাদন্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
এবিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নিবাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান বলেন, নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের জন্য প্রতিটি ইউপি চেয়ারম্যানদের চিঠি দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে শুক্রবার বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়েছে। কোনপ্রার্থী এসব অপসারণ না করলে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার সকার ১০টায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার প্রার্থী ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে তার নিজ বাস ভবনে শিবগঞ্জ উপজেলা শাখা আওযামীলীগের ব্যানারে মতবিনিময় সভা ও খাবারের প্যাকেট বিতরণ করেছেন। যেখানে আওয়ামীলীগের মূলধারার কোন নেতা ছিলেন না। সেটিও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাচন আফিসার মোঃ আবুল কালাম আজাদ।