শিবগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় শহিদ মিনার উদ্বাধন

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় শহিদ মিনার উদ্বাধন করা হয়ছ। বৃহস্পতিবার সকালে উপজলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বর প্রায় ১৫ লাখ টাকা ব্যয় এই কেন্দ্রীয় শহিদ মিনার উদ্বাধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমদ শিমুল।
এ সময় তিনি বলেন, ভাষা শহিদদের স্মতির উদ্দশ্য জনগণর দীর্ঘদিনের দাবির প্রক্ষিত নির্মিত কেন্দ্রীয় শহিদ মিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এখন থেকে এই শহিদ মিনার সর্বস্তরর জনগণ শ্রদ্ধা নিবেদন করত পারবে।
উপজলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলন, উপজলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়র হোসেন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজলা মুক্তিযাদ্ধা সংসদর সাবক কমান্ডার বজলুর রশিদ সনু, উপজলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজলা সমাজসবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজলা পল্লী উনয়ন কর্মকর্তা শাহিন আকতার, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, উপজলা আওয়ামী লীগর যুগ্ম সাধারণ সম্পাদক তাহিদুল আলম টিয়াসহ স্থানীয় বীরমুক্তিযাদ্ধাগণ।