শিবগঞ্জে নদী থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদী থেকে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জামতলঅ ব্রীজনামক এলাকা থেকে ওই ভিক্ষুকের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত. ভিক্ষুক শাহবাজপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মেত এন্তাজ আলীর ছেলে মো. জুরান আলী(৬০)।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে জামতলা ব্রীজ এলাকায় একজনের লাশ ভাস্যমান দেখতে পায়। পরে থানা পুলিশকে সংবাদ দিলে ভাস্যমান লাশটি উদ্ধার করে।


এব্যাপারে মৃত জুরানের চাচাতো ভাই ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ কানসাট নিউজকে জানান, আমার চাচাতো ভাই ভিক্ষাবৃত্ত করে সংসার চালায়। গত বৃহষ্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয় নলডুবরী বাজারে এমপি মিটিংয়ে যাবে বলে। কিন্তু সে মানসিক রোগী বলে রাস্তা ভূলে নদী পারাপারের চেষ্টা করে। এছাড়া তাঁর মৃগিরোগও রয়েছে। হয়তো নদী পারাপারকালে মৃগিরোগে আক্রান্ত হয়। ফলে নদীর পানিতে ঢুবে জুরান মারা যান।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহামেদ সতত্যা স্বীকার করেন।