নিজস্ব প্রতিবেদক:
চঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠা বার্ষকী পালিত হয়েছে। শিবগঞ্জ সংবাদদাতা মোহাঃ সফিকুল ইসলামের আয়োজনে রবিবার বিকেল ৪টায় শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তসলিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, গোমস্তাপুর উপজেলা সংবাদদাতা আতিকুল ইসলাম আজম, নাচোল সংবাদদাতা হাসানুজ্জামান ডালিম।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটানো অতিথিরা।