শিবগঞ্জে দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্নীতি দমন কমিশনের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার(২১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দিবস টি উপলক্ষে কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তরিকুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত।
সাংবাদিক একে এস রোকনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সহ-সভাপতি বজলার রশিদ, ডাক্তার তড়িৎ কুমার সাহা সহ কমিটির অন্যান্য সদস্যগণ। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয।