নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট কাঠগড়ে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে মৃত মনসুর আলীর ছেলে রেজাউল করিম ডালিমের বাড়িতে এই ঘটনা ঘটে। রেজাউল করিম ডালিম জানায়, গতরাতে আমার বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলাম।
এ সময় আমার জানালার গ্রিল কেটে বালা ৪ টা, আংটি ৬ টা, কানের ৪ জোড়া, গলার পাতাহার চেন ১, চেন ১ টা, মোবাইল ৩ টা নগদ ৭২ হাজার ৫০০ টাকাসহ মোট প্রয় ৮ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহম্মদ জানান, কানসাট এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।