নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি হলো গাদ্দি খেলা। তবে কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলাটি।
গ্রামীণ এই খেলাধুলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে নামোটিকোরী যুব সংঘের আয়োজনে শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন নামোটিকোরী গ্রাম লাল মোহাম্মদ সরদারের আম বাগানে অনুষ্ঠিত গাদ্দি ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত।
যুব সংঘের সভাপতি নুরুল ইসলাম মারুফের সভাপতিত্বে গাদ্দি খেলায় বিশেষ অতিথি ছিলেন মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী, উপজেলা একাডেমি সুপারভাইজার খুরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আবু ফেরদৌস, মোবারকপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি অন্যরা।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে নামোটিকোরী গাদ্দি দল গ্রাম বনাম গোঁয়াবাড়ি চাঁদপুর গাদ্দি দল। ফাইনাল খেলায় ৩-০ গোলের ব্যবধানে নামোটিকোরী গাদ্দি দল জয়লাভ করে। এসময় গ্রাম-বাংলা ঐতিহ্যবাহী গাদ্দি খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ভীড় করে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সীরাও উপভোগ করেন ঐতিহ্যবাহী এ খেলা।